কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকার অগ্নিকান্ডে ২টি বসত বাড়ি ভষ্মিভ‚ত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মধ্যম উমখালীর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন- এ অগ্নিকান্ডে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল আজিজ জানিয়েছেন- হাবিব উল্লাহর বাড়ির চুলা থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এর কমকল কর্মীরা আসার আগেই হাবিব উল্লাহ ও শফি উল্লাহর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা কোম্পানী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুদু মিয়া অগিকান্ডস্থলে যান। তাঁরা জানান- পুড়ে যাওয়া দুটি বাড়িতে চারটি পরিবার বসবাস করতো। পরিবারের গৃহকর্তারা হলেন- মধ্যম উমখালী আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, শফি উল্লাহ, আবছার কামাল ও নুরুল আজিম।
পুড়ে যাওয়া বাড়ির মালিক মাওলানা হাবিব উল্লাহ জানান- তার বসত ঘরে ফ্রিজ, কাঠের আসবাবপত্র সকল মালামাল সহ পুরো ঘর পুড়ে গেছে। এ ঘরে তিনি এবং তার ভাই শফি উল্লাহ সপরিবারে বসবাস করতেন। এতে তাদের ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়ার অপর বাড়ির মালিক গফুর মাইক সার্ভিসের স্বত্ত¡াধিকারি আবদুল গফুর জানান- তিনি এবং তার ছোট দুই ভাই আবছার কামাল ও নুরুল আজিম এ বাড়িতে বসবাস করতেন। তাদের পাকা বাড়ির সকল আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ সকল মালামাল এ অগ্নিকান্ডে পুড়ে গেছে। এতে তাদের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানান- বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর সময় পার করছে। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় জনপ্রতিনিধি, প্রশাসন সহ বিত্তশালীদের এগিয়ে আসা জরুরী হয়ে পড়েছে।