এম.এ আজিজ রাসেল:
জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরো বলেন-২০২১ সাল নাগাদ সকল নাগরিকের কাছে সহজলভ্য মূল্যে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষে সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন-দেশের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
তিনি সোমবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মোঃ আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী অশোক রায় চৌধুরী, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন খান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মার সুযোগ্য কন্যা অর্পিতা শর্মা সুরেখা।
২য় স্থান অধিকার করেছে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তাসনিন সুরাইয়া ও ৩য় স্থান অধিকার করেছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র তানজীব শোয়াইব।
তারা সবাই বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।