সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামু উপজেলায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবারের মতো ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাকঁখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঐতিহ্যবাহি কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৬ এর সভাপতি ফরিদুল আলম।
সভায় ইউপি সদস্য আবুল বশর, বিশিষ্ট ব্যবসায়ি আমান উল্লাহ, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, হাজ্বী মহি উদ্দিন, আছাদ উল্লাহ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় (বাইচালী খেলা) “২০১৬ অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি/প্রতিষ্ঠানকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের নাম জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
দলের নাম জমা দেয়ার ঠিকানাঃ সচিব, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ, মোবাইল নাম্বারঃ ০১৮৪০৩২৯০৫০ অথবা মেসার্স আছাদ ষ্টোর (আলমাছিয়া হোটেল সংলগ্ন), চৌমূহনী, রামু, কক্সবাজার, মোবাইল নাম্বারঃ ০১৭৮৬২৫৬২১৭।