আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের সদস্য সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে মনির হোসেন (২৮) ও একই ইউনিয়নের ছাদুঅং মার্মা পাড়ার সাবেক ইউপি সদস্য ধুংচাই মার্মার ছেলে করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুক্য মার্মা (২৭)। মনির হোসেনের বিরুদ্ধে রামু থানা ও নাইক্ষ্যংছড়ির থানায় ডাকাতি সহ ৩ টি মামলা এবং বুক্য মার্মার বিরুদ্ধে কক্সবাজার আদালতে ১টি প্রতারণা মামলা রয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদ পেয়ে মনির হোসেনকে আলীক্ষ্যং এর গহীন পাহাড়ী এলাকা থেকে এবং বুক্য মার্মাকে তার নিজ বাড়ি হইতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে পুলিশ জানায়।