রামুতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শেষ দিনের প্রতিযোগিতা। সমাপনী দিনে ষষ্ঠ থেকে অষ্টম ও নবম-দশম শ্রেণীর দুই শতাধিক ছাত্র-ছাত্রী পৃথক ভাবে দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গ্লোব নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইউএনও ফাহমিদা মুস্তফা বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে সনদপত্র ও পুরস্কারের মেডেল তোলে দেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, উপজেলা স্কাউট সম্পাদক আঙ্গুর বালা, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ আলম, রামু জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম প্রমুখ।
রামু উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় রামুতে অনুষ্ঠিত হয় ১৮-১৯ জানুয়ারি দুই দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা।