রামুর জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার ওসমান সরওয়ার আলমকে হত্যার দায়ে সৎ ভাই লোকমান সওদাগরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম বেদার এ তথ্য জানিয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লোকমান সওদাগর রামুর জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার মৃত সোলাইমান সিকদার ও উম্মে হাফসার পুত্র। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামির পক্ষে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।