নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার বান্দরবানের লামায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) তাঁর বজ্র নিনাদ কন্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এই ভাষণের মধ্য দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে।
জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইতিমধ্যেই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দিবসটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, প্রামাণ্য চিত্র প্রদর্শনী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
ভোরে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নানা শ্রেনী পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,সহকারি কমিশনার (ভূমি) লামা, আরিফ নিজাম উদ্দিন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীর, প্রাণী সম্পদ অফিসার কালী সংকর রায়, নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম,লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, পিআইও মোঃ মনিরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃঞ্জ চক্রবর্তী, পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক,সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রস কোং,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,তথ্য অফিসার খন্দকার তৌহিদ, লামা সদর বন রেঞ্জ কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,উপজেলা মহিলা আ.লীগের সেক্রেটারি শ্যামলী বিশ্বাসসহ অনেকেই।