প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সাকিব আল হাসানরা। তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দিল বাংলাদেশ।
দারুণ এ অর্জনে ক্রিকেটারদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানান, প্রথমবার কোনো দলকে সিরিজ হারালে বা বড় অর্জনে বরাবরই পুরষ্কার দেয় বিসিবি। এবারও সেই ধারাবাহিকতাই রক্ষা করবে তারা।
এ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।’
পাপন যোগ করেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’
সূত্র : ঢাকা পোস্ট