সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে ২৫ শে মার্চ কালো রাত্রি স্মরণে বিভিন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদেে আবৃত্তি বিভাগের শিক্ষার্থীদের ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘ আমি মুক্ত জীবনানন্দ পর্ব—৩।
সন্ধ্যা সাতটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কবি অমিত চৌধুরী, সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনির মোবারক, সহ সাধারণ সম্পাদক অসীম কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাঁধন সরকার, সদস্য অতনু দাশ জয়, শাহেদ হোছাইন মুবিন প্রমুখ।
কবিতা পাঠ করে আবৃত্তি বিভাগের শিক্ষার্থী কর্ণজীত শর্মা প্রথম, প্রান্তিলা বড়ুয়া, সুর্পনা ধর, রূপকথা শর্মা, আদ্রিজা দাশ, সমৃদ্ধি দে, অর্জুন দে সামিন, অর্ণব বসু, অদ্বিতি কর্মকার, তাদ্রিশি পাল, রায়ান মো. আমিন।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ স্বরূপ চক্রবর্তী৷ পরে ২৫ শে মার্চ কালোরাত্রি স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করা হয়।