বান্দরবানের লামায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (২৬ মার্চ,২৩ইং) ভোর থেকে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি -বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ বেধিতে শহীদের স্মরণে সকল শ্রেণী -পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে দিবসের তাৎপর্য উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল,লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল,সহকারী কমিশনার (ভূমি) এস.এম.রাহাদুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন, কৃষি অফিসার রতণ চন্দ্র বর্ণন, পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম,উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য্য, বিজয় আইচ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, পৌর আ. লীগের সভাপতি মোঃ রফিক প্রমূখ।