বান্দরবানের লামায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্ব্য সেবা শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ,২০২৩ ইং) বিকাল ৩টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ডাঃ ইউলিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাঈনুদ্দীন মোর্শেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ভানু মার্মা, উদ্বোধক রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মংহল্হা প্রু মার্মা।
আরও লামা উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রোবীন,মেডিকেল অফিসার ডাঃ নুর মোহাম্মদ,গাইনী কনস্যালটান্ট ডাঃ মাকসুদা বেগম,মেডিকেল অফিসার,কর্মকর্তা, সাকমো,নার্স,মিডওয়াইফসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, লামা উপজেলা হাসপাতালে আজ থেকে সরকার নির্ধারিত ফি দিয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। আর রোগীর রেজিষ্ট্রেশন চলবে ২.৩০ টা থেকে ৫ টা পর্যন্ত। প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ রোগী সেবা নিতে পারবে।