রামু উপজেলার হাইটুপি গ্রাম নিবাসী প্রয়াত কাশিমোহন বড়ুয়ার সহধর্মিণী সুলতা বড়ুয়া পরলোক গমন করেছেন। ১০ এপ্রিল, সোমবার সকাল ৭ টা ১০ মিনিটের দিকে তিনি শেষ নিঃ’শ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।
সাংসারিক ও পারিবারিক জীবনে সুলতা বড়ুয়া তিন পুত্র এবং এক কন্যা সন্তানের জননী।
আগামীকাল (১১ এপ্রিল) দুপুর ২টায় প্রয়াতার স্মরণে এক অনিত্য সভা নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। অনিত্য সভা পরবর্তী স্থানীয় জাদিপাড়া সর্বজনীন বৌদ্ধ শ্বশ্মানে প্রয়াতার সৎকারকর্ম সম্পাদন করা হবে।
উল্লেখ্য, শ্রীমতি সুলতা বড়ুয়া বাবু রাজু বড়ুয়া, ব্যবসায়ী বাবু সাজু বড়ুয়া এবং প্রবাসী বাবু পীযুষ বড়ুয়ার মাতা।