বান্দরবানের লামায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল,১৪৩০) সকাল ৯ টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ কৃষি অফিসার রতন চন্দ্র বর্ণন, পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম, সহকারী তথ্য অফিসার (লামা সার্কেল) খন্দকার তৌহিদ, এলজিইডি প্রকৌশলী মোঃ আবু হানিফ,বন বিভাগের লামারমূখ স্টেশন কর্মকর্তা অঞ্জন বিশ্বাস লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ শিক্ষক, পুলিশ,ফায়ার সার্ভিস,সাংবাদিক, ছাত্র- ছাত্রীসহ অনেকেই।
“যুদ্ধ নয়, শান্তির প্রার্থনায় ” এ প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা। আজ পহেলা বৈশাখ। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩০। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি ছিল গতকাল (বৃহস্পতিবার), সেই সঙ্গে বাংলা ১৪২৯ সনের শেষ দিন।
পয়লা বৈশাখ সকল সঙ্কীর্ণতা, কূপমণ্ডূকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। বাঙালির মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে মধ্যে এই স্বজাত্যবোধ ও বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।