কয়েকদিনের ঝড়ো হাওয়া বৃষ্টির পর আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত দুই দিনে প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আগামী দুই-তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে আবারও বইতে শুরু করেছে তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে। এরপর বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে আসবে।’
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৮ দশমিক ১, যা মঙ্গলবার (২৫ এপ্রিল) ছিল বান্দরবনে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া ঢাকায় আজ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে আজ ৩৬ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ৮, ময়মনসিংহে ৩৫, সিলেটে ৩৫ দশমিক ৪, ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ৫ এবং বরিশালে আজ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সব মিলিয়ে বুধবার সারাদেশে প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দুই- এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সূত্র : বাংলা ট্রিবিউন