শনিবার মধ্য রাতের মধ্যে দেশের ৫৮টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
যে ৬টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা কম সেগুলোর নামও ফেসবুক পোস্টে জানান তিনি। জেলাগুলো হলো- কক্সবাজার, বান্দরবন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী।
তিনি লেখেন, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দুপর ২টার পর থেকে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করছে।
ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
সূত্র : ঢাকা পোস্ট