সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ফারুক আহামদের সহধর্মিনী রিজিয়া ফারুক আর নেই। তিনি আজ রবিবার (৯ অক্টোবর) ভোর ৫ টা ৩০ মিনিটে ঢাকা ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রিজিয়া ফারুক কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন।
আজ রবিবার (৯ অক্টোবর) বেলা আড়াইটায় ঢাকা উত্তরা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বনানী কবরস্থানে স্বামী আলহাজ্ব ফারুক আহামদের কবরের পাশে তাকে দাফন করা হয়।
॥ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শোক ॥
কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ফারুক আহামদের সহধর্মিনী রিজিয়া ফারুকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া মাস্টার, শিক্ষানুরাগী সদস্য শহীদুল্লাহ সিকদার, রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ওসমান সরওয়ার মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল খালেক, রফিকুল আলম, নুরুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারি শিক্ষক ওসমান গনি, প্রনব বড়ুয়া, ছৈয়দ আলম, লুৎফুন্নাহার, রহিমা বেগম, মোহাম্মদ আবদুল্লাহ, মোস্তফা কামাল, দেবাশীষ চক্রবর্তী, ফেরদৌসী আকতার, আনজুমান আরা এনি, নাছির উদ্দিন, আবদুল্লাহ (ছোট), ওবাইদুল্লাহ, রাশেল, ল্যাব সহকারি গিয়াস উদ্দিন, কর্মচারি ফরিদ প্রমূখ।
এক শোকবার্তায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ শিল্পপতি মরহুম আলহাজ্ব ফারুক আহামদের সহধর্মিনী রিজিয়া ফারুকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন।
এতে আরো উল্লেখ করা হয়, রামুর অবহেলিত জনপদ কাউয়ারখোপে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকাটিকে আলোকিত করার সংগ্রামে মরহুম আলহাজ্ব ফারুক আহামদের সহধর্মিনী রিজিয়া ফারুকের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
॥ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদের শোক ॥
কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ফারুক আহামদের সহধর্মিনী রিজিয়া ফারুকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রিজিয়া ফারুকের স্বামী রামুর কাউয়ারখোপ ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ফারুক আহামদ ২০০২ সালের ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি একক অনুদানে প্রতিষ্ঠা করেন অনেক শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। এরমধ্যে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য।