দৈনিকশিক্ষা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ৪৪ শতাংশ। বিস্তারিত ফলাফল আজ (রোববার) সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০টি বিষয়ে সারাদেশের ১৩১ টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট ১১৪ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১ম শ্রেণি পেয়েছেন ৩৭ হাজার ৭৫০ জন, ২য় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং ৩য় শ্রেণিতে ৩২৫২ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>mf<space>ROll লিখে ১৬২২২ নম্বরে send করে ফল জানা যাবে।