পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে দশটার দিকে তিনি দেশে পৌঁছেন। বুধবার নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার আশার কথা রয়েছে তাঁর।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি গত ২৭ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। ২৮ এপ্রিল মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন। ২৯ এপ্রিল মদিনায় মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। পরদিন থেকে সৌদি আরবের জেদ্দা, মক্কা,আবহা, মাহাইলে খামিস, মোশায়েত সহ এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, কক্সবাজার সমিতি, রামু সমিতি, ঈদগাঁও সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও কক্সবাজারের প্রবাসীদের আয়োজিত গণ- সংবর্ধনা, আলোচনা সভা ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গণসংযোগ করেন।
৮ মে রাত টায় জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দ্যেশ্যে যাত্রা করে মঙ্গলবার সকালে তিনি দেশে পৌঁছেন। বুধবার তিনি কক্সবাজার পৌঁছবেন।