বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, লামা উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার, ৯ মে, লামা টাউন হলে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ-সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আ,লীগের সহ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,সহ সভাপতি বিজয় আইচ, দুই সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীর, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী,সম্পাদক সিং থোয়াই অং মার্মা, লামা পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বাবরসহ অনেকেই।
লামা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে সভাপতি পদে মাইকেল আইচ,সহ সভাপতি মোঃ আলমগীর, রজব আলী, মোঃ সেলিম,ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল, আনোয়ার কামাল মজনু (৬ছয়) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পাশাপাশি পৌর শাখাতে সভাপতি পদে মংচাইন মার্মা,সহ সভাপতি জয়নাল আবেদীন, ও সম্পাদক ইব্রাহিম রোবেল,সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন এর নাম ঘোষণা করা হয়।
বর্ণিত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে।