- আজিজুল হক সিকদার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান
- নাছির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
- সুকুমার বড়ুয়া শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক
- হোসনে আরা বেগম শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষিকা
- শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
রামুতে যোগ্যতা, মেধায় ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি ও স্কাউট শিক্ষকসহ শিক্ষার্থীরা উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচির আওতায় এ বছরে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি ও স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণকে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়।
জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ বছরে রামু উপজেলার স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়। একই স্কুলের শিক্ষিক হোসনে আরা বেগম শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (তৃতীয় বার) নির্বাচিত হয়েছেন জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক সিকদার। ওই স্কুলের মো. নাছির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সুকুমার বড়ুয়া শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (পঞ্চমবার) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ইসরাতুল জান্নাত নিশো শ্রেষ্ঠ শিক্ষার্থী, জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আদনান হাকিম তৌসিফ শ্রেষ্ঠ স্কাউট এবং একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ফারহানা ইয়াছমিন রিভা শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন।
জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক সিকদার ২০১৬ ও ২০১৮ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সুকুমার বড়ুয়া ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০২২ সালেও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত ১৬ মে রামু উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটির সভাপতি ইউএনও ফাহমিদা মুস্তফা, সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ স্বাক্ষরিত পত্রে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের নাম প্রকাশ করেন।
মাদ্রাসা পর্যায়ে ঈদগড় বদরমোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেডেন্ট মো. সিরাজুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও আবু বকর ছিদ্দিক ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী মো. নাছির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ও সুপারিনটেনট্রেনডেন্ট প্রকৌশলী বিশ্বজিৎ দাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং আবু ইউসুফ মোঃ হানিফ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
রামুতে জাতীয় শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক গ্রুপে আবু বক্কর ছিদ্দিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার কেরাত বিষয়ে , ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী আতকিয়া ফাইরোজ তাসমি নামদ-নাত বিষয়ে, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাবরিন রহমান অমি বাংলা রচনা বিষয়ে, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র জি এম ফরহান লাব্বি আলভী ইংরেজি বিষয়ে, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মোছতাহিনা তাজিম সোবাহ বাংলা কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তৃতা বিষয়ে, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রেশাদ ইফতেখার রাদিফ বিতর্ক প্রতিযোগিতায়, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মেহরিন রাহাব্বাত ইপসিতা দেশাত্মবোধক গানে, উচ্চাঙ্গ সংগীতে, লোক সংগীতে, তার দলসহ জারী গানে, একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তাসনোভা তাশরীন লাবণ্য রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতে, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী স্বরলিপি ধর গুনগুন উচ্চাঙ্গ নৃত্যে, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জয়রিয়া বড়ুয়া লোক নৃত্য, রামু ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন্ত শর্মা তাৎক্ষণিক অভিনয়ে প্রথম স্থান অর্জন করেছে।
খ গ্রুপে আবু বক্কর ছিদ্দিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ইসমত জান্নাত আফরোজা কেরাত বিষয়ে , রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র ইশমাম কবির জারিফ নামদ-নাত বিষয়ে, দেশাত্মবোধক গানে ও লোক সংগীতে, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আদনান নাছির রায়েজ বাংলা রচনা বিষয়ে, রামু কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাজাবাতুন জান্নাত আদিবা ইংরেজি বিষয়ে, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র আদিত্য সিকদার প্রিন্স বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও রবীন্দ্র সংগীতে, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী প্রজ্ঞা পারমিতা বড়ুয়া নজরুল সংগীতে, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসমি ও তার দল জারী গানে, একই বিদ্যালয়ের দশম শ্রেণির তাসনিম নুসরাত হক তুহিন লোকনৃত্যে, রামু ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ফাহমিদা নুসরাত সাদিয়া নির্ধারিত বক্তৃতায়, ওই স্কুলের দশম ছাত্র শামিমুল হক মাহি তাৎক্ষণিক অভিনয়ে প্রথম স্থান অর্জন করেছে।
গ গ্রুপে রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম ফাহিম কেরাত বিষয়ে , হামিদুর রহমান হামদ-নাত ও দেশাত্মবোধক গানে, আশিয়ান ইসলাম আরমান বিতর্ক প্রতিযোগিতায়, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রেরণা বড়ুয়া স্বস্তি রবীন্দ্র সংগীতে ও নজরুল সংগীতে, দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়াসিন সিকদার নির্ধারিত বক্তৃতায়, একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াশ্রী বড়ুয়া উচ্চাঙ্গ নৃত্যে ও লোকনৃত্যে প্রথম স্থান অর্জন করেছে।
শনিবার (২০ মে) সকাল ৯টায় কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রবিবার (২১ মে) সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।