কক্সবাজার থিয়েটার নাট্যোৎসবের চতুর্থ দিনে মঞ্চায়ন হয়েছে নাটক ‘দেনাপাওনা’। রবিবার (২৮ মে) সন্ধ্যায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটি মঞ্চায়ন হয়। ‘দেনাপাওনা’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন স্বপন ভট্টাচার্য্য।
‘দেনাপাওনা’ নাটকের অভিনয় শিল্পী আবুল মনজুর ও সুশান্ত পাল বাচ্চু বলেন, রবীন্দ্রনাথের এই ছোটগল্পটিতে বাঙালি সমাজে পণপ্রথার যে নির্মম চিত্র উপস্থাপন করা হয়েছে তা শতবর্ষ পরে আজও প্রাসঙ্গিক। আমরা যতই বিদ্যাশিক্ষা জ্ঞান অর্জনে প্রতিষ্ঠিত হই না কেন, সমাজের সামাজিক আবর্তে সেই আমরাই নিজেদের কখনো বদলে দিতে পারি না। লোভ আর অহংকার আমাদের সত্ত্বাকে চেপে রাখে। আমরা নতুন যুগের মানুষ হিসেবে সেই বেড়াজাল ভেঙ্গে বেরিয়ে আসতে চাই।
নির্দেশক স্বপন ভট্টাচার্য্য বলেন, রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’ গল্পের নাট্যরূপে কাজ করতে গিয়ে নাটকের শিল্পী কলাকুশলীরা নাটকের অন্যতম চরিত্র নিরূপমার অন্তহীন কষ্ট বার বার নিজেদের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করেছেন। ভালো একটি কাজ করার ব্রতে নিজেদের সঁপে দিয়েছেন। তাঁদের সকলের আন্তরিক চেষ্টার ফসল ‘দেনাপাওনা’ দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিতে পারলেই সকলের সম্মিলিত প্রয়াস সার্থক হবে। তিনি বলেন, কক্সবাজার থিয়েটারের নতুন নাট্য প্রযোজনায় দেনাপাওনা অন্তর্ভুক্ত করতে পেরে নিজেদের সার্থক মনে করছি।
কক্সবাজার থিয়েটারের পরিবেশনা ‘দেনাপাওনা’ নাটকে অভিনয় করেছেন : রামসুন্দর চরিত্রে সুশান্ত পাল বাচ্চু, সারদা চরিত্রে ফাতেমা আক্তার শাহী, হরেন চরিত্রে প্রবাল পাল, যোগেন চরিত্রে অমির দাশ, বিষ্ণু চরিত্রে মোস্তাফিজুর রহমান ফাহিম, নিরুপমা চরিত্রে শাহানা চুমকী, রায় বাহাদুর চরিত্রে আবুল মনজুর, শ্বাশুড়ি চরিত্রে বনানী চক্রবর্ত্তী, যতীন চরিত্রে জাহেদুল হক সুমন, ঘনা চরিত্রে সৈয়দ মোবারক মোর্শেদ রাব্বি, শ্রাবণী চরিত্রে মীম আকতার তুহি, ঘটক চরিত্রে বিভাস সেনগুপ্ত জিগমী, প্রথম ব্যক্তি চরিত্রে তাপস রক্ষিত, দ্বিতীয় ব্যক্তি চরিত্রে রাশেদুল ইসলাম অভিনয় করেন। কোরাস দলে ছিলেন, রোজিনা আকতার, চন্দ্রিমা রুদ্র, সাগর বিশাল ভট্টাচার্য্য, ফাতেমা আক্তার শাহী, মীম আকতার তুহি, সৈয়দ মোবারক মোর্শেদ রাব্বি, অমির দাশ, প্রবাল পাল।
‘দেনাপাওনা’ মঞ্চায়ন নেপথ্যে কাজ করেছেন, মঞ্চ, পোষাক ও আলোক পরিকল্পনায় স্বপন ভট্টাচাৰ্য্য, সঙ্গীত পরিচালনায় বিভাস সেনগুপ্ত জিগমী, বাঁশিতে বাদল দাশ, তবলায় শুভজিৎ রুদ্র, কোরিওগ্রাফিতে শাহানা মজুমদার চুমকী, রূপসজ্জায় সুশান্ত পাল বাচ্চু, পোষ্টার ডিজাইনে দিব্যেন্দু উদাস, প্রকাশনায় আশুতোষ রুদ্র, আলোক সরবরাহে ছিলেন মোহাম্মদ।