রামুতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রামু উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. মো. আবু ইমরান।
সভায় জানানো হয়, আগামী ৪ থেকে ১০ জুন পর্যন্ত রামু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমি নাশক বড়ি খাওয়ানো হবে। স্কুলভিত্তিক এ কার্যক্রম সফল করতে সরকারি, বেসরকারি, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমন্বিত উদ্যোগে সপ্তাহটি সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রচার, মাইকিং করা সহ নানা ভাবে মানুষকে উদ্বুদ্ধ করে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তৃতা করেন, মেডিকেল অফিসার ডা. নাঈম সরকার, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া ও পংকজ শর্মা, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছৈয়দ নজরুল ইসলাম, লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান, পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রমজান আলী, মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনামুল হক, উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুরজিত বড়ুয়া ক্যালসন, উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।