“তামাক নয়, খাদ্য ফলান” এ প্রতিপাদ্যে লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বুধবার (৩১ মে) সকাল ১১ টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
আরও অংশ নেন লামা উপজেলা দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন,পরিবার পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাপ কৃষ্ণ চক্রবর্তী, রেজ্ঞ অফিসার আতিকুল ইসলাম, নবাগত রেজ্ঞ অফিসার আতা ইলাহিসহ বিভিন্ন দপ্তর এর প্রতিনিধি, সাংবাদিকসহ অনেকই।
এসময় বক্তরা বলেন,বাংলাদেশের প্রায় ৩১ শতাংশ বননিধনের জন্য তামাক দায়ী। এছাড়া তামাক চাষে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক ও সার বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশে ক্ষতিগ্রস্ত করছে দেশের পানি সম্পদ ও মৎস্য উৎপাদন। এ কারণে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ইতোমধ্যে হুমকির মুখে
তারা আরও বলেন, তামাকের বহুমুখী ক্ষতির প্রভাব থেকে সুরক্ষার জন্য অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্তসহ সব পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাক কোম্পানির ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ বা সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি, সুনির্দিষ্ট এক্সাইজ কর আরোপের মাধ্যমে সিগারেটসহ সব তামাকপণ্যের দাম বৃদ্ধি ও তামাক চাষ নিরুৎসাহিত করতে হবে।