হাফিজুল ইসলাম চৌধুরী :
সভাপতি এড.সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে সোমবার (১০অক্টোবর) সন্ধ্যায় শহরের কালিবাড়ি, স¦রসতি বাড়ি, বঙ্গপাহাড়, জাদিপাহাড়, ইন্দ্রোসেন দূর্গাবাড়ি, হরিজনপাড়া, লাবনী বীচ, কৃষ্ণনন্দ ধাম, ঘৃতপল্লী (বনরূপাপাড়া) ও বিজিবি মালিপাড়া দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় মন্ডপে আগত দর্শনার্থীদেরকে প্রধানমন্ত্রী ও দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক শারদীয়ার শুভেচ্ছা জানান। পরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন তাঁরা।
পরিদর্শনকালে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছর চেয়ারম্যান, মাহবুবুল আলম মুকুল, এড.রনজিত দাশ, এড.অরুপ বড়ুয়া তপু, এড.তাপস রক্ষিত, এড.আবদুর রব, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, এড.বাবুল দাশ, এড.নাছির উদ্দিন, এড.জিয়া আহমেদ, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, আসিফ উল মওলা, রহিম উদ্দিন, সালাউদ্দিন সেতু, সেলিম নেওয়াজ, রাজিব দাশ, মোহাম্মদ ইউনুছ, ওসমান গণি, কামরুল হাসান চেয়ারম্যান, মোশারফ হোসেন খোকন চেয়ারম্যান, মিজানুর রহমান, এবি ছিদ্দিক খোকন, এড.সরওয়ার, আসাদুল হক সানি, শফিকুল ইসলাম, মিন্টু দাশ প্রমূখ।