লামায় শহীদ শেখ কামাল এরঁ ৭৪তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। ৫ই আগষ্ট বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ জাতির পিতার জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এরঁ ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও পরে পরিষদ হলরুমে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সম্পন্ন হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ।
বিশেষ অতিথি হিসেবে আরও অংশ নেন লামা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ,আরএমও ডাঃ রোবীন, লামা উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সহকারী তথ্য অফিসার লামা খন্দকার তৌহিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু হানিফ, বন রেজ্ঞ অফিসার আতা ইলাহি,সহকারী প্রোগ্রামার সুব্রত দাশসহ বিভিন্ন দপ্তর এর প্রতিনিধি ও সাংবাদিকরা।