কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ আগস্ট) শুক্রবার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ,
সভায় পরিষদের উপজেলা শাখা সমূহের দ্বি-বার্ষিক সম্মেলন, কেন্দ্রীয় পরিষদের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সামাজিক পরিস্থিতি, সামাজিক সুরক্ষা, আলোচিত-সমালোচিত বৌদ্ধ পারিবারিক আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও, সভায় পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মায়ঁনু এবং সহ-সভাপতি বাবু মংক্যচেইন চাকমার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি বাবু মৃনাল বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু পটল বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু সুমন বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস ববিতা বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুনিত্য বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষক সিপন বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।