লামায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লামা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি এস, এম রাহাতুল ইসলাম, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু হানিফ,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মোঃ ওমর ফারুক,নুরুল হোছাইন চৌধুরী, মিন্টু কুমার সেনসহ বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্রছাত্রীরা।
প্রসংগত,প্রথমবারের জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে লামায় তিনদিন ব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) পালিত হচ্ছে। এ উন্নয়ন মেলা লামা উপজেলা পরিষদ হলরুমে ১০ টি স্টল বসেছে।