সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, রামুর প্রত্যক গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছেন। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে। গ্রাম পর্যায়ে উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। দুর্গম জনপদকেও শহরে উন্নীত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এমপি কমল বলেন, গত ১৫ বছর ধরে মানুষের সেবা করছি। আমার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ নেই। আমি মানুষের পাশে থেকে সেবা দিয়েছি। জনগণের পাশে থেকেছে, আমার মতো এমন একজন নেতাও খুঁজে পাওয়া যাবে না। সময় ও সুযোগ থাকা সত্ত্বেও আমি বিদেশে বিলাসিতা করার জন্য ঘুরে বেড়াইনি। দেশে থেকে নিজের এলাকার মানুষের সেবা দিয়েছি। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো। রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ঈদগড়, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভায় এ সব কথা বলেন, সাইমুম সরওয়ার কমল এমপি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঈদগড়ের ধুমছাকাটা কমিউনিটি সেন্টারে, বিকাল সাড়ে ৪টায় গর্জনিয়ার থিমছড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসায়, বিকাল ৬টায় গর্জনিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় ও রাত ৮টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র ভিত্তিক এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, নৌকা আপনাদের হাতে। আপনারাই নৌকাকে দাঁড় বেয়ে এগিয়ে নিয়ে যাবেন। আপনারাই দাঁড় বেয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন। আমার সমস্ত শক্তির উৎস হচ্ছেন আপনারা। আপনাদের সম্মিলিত শক্তি ও সাহসের জোরে আমি হবো নৌকার মাঝি। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এবং সামনের সংকট উত্তরণে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনটি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা ভালো থাকবো, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। এমপি কমল আগামী ২৩ সেপ্টেম্বর রামুতে অনুষ্ঠিতব্য জনসভায় স্বতঃস্ফূর্ত ভাবে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা’র সভাপতিত্বে ও দুপুরে ঈদগড়ে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী, উপেজলা শ্রমীক লীগ সভাপতি শফিকুল ইসলাম কাজল, ঈদগড় ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি ইউপি সদস্য খোরশেদ আলম, ইউপি সদস্য কাউসার, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য সরওয়ার, ইউপি সদস্য মোহাম্মদ রুবেল, ঈদগড় শ্রমিকলীগ সভাপতি মো. কায়সার,ঈদগড় ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ। রামু উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়ার স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি তপন মল্লিক ও স্বেচ্ছা সেবকলীগ নেতা কামাল শিশির।
বিকালে গর্জনিয়ায় অনুষ্ঠিত পৃথক সভায় বক্তৃতা করেন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম,
কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম সেলিম, রামু উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তছলিম উদ্দিন সোহেল, ছাত্রলীগ নেতা ইমাদ সিকদার। ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় এ সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
রাত ৯টায় কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নুরুল আলম কুতুবির নামাজে জানাজায় অংশ নেন, সাইমুম সরওয়ার কমল এমপি।