রামু উপজেলার বাঁকখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে দুইটি ড্রেজার জব্ধ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রামুতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।
ভ্রাম্যমান আদালতের এ অভিযানে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ও চাকমারকুল ইউনিয়নের বাঁকখালী নদী থেকে ওই দুইটি ড্রেজার জব্ধ করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী তিন ব্যবসায়ীকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহেদ সহ আনসার ব্যাটালিয়ন সদস্যরা এ অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কোনারপাড়া, দক্ষিন চাকমারকুল ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় বাঁকখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধি বিধান লংঘনের দায়ে আলা উদ্দিনকে ৫০ হাজার, দিদার বলীকে ৭০ হাজার ও জিয়াবুল হক সওদাগরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পরিবেশের ক্ষতি সাধন করে, অবৈধভাবে বালু উত্তোলন করায়, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।