তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩( সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল চার দিনের ব্যক্তিগত সফরে ভারত যাচ্ছেন ১১ অক্টোবর।
তিনি ১০ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার ত্যাগ করেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।
চার দিনের সফরকালে এমপি কমল পরিবারের সদস্যদের চিকিৎসা ও আজমির শরিফে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রা:) এর কবর জিয়ারত করবেন।
সাইমুম সরওয়ার কমল এমপি’র ব্যক্তিগত এ সফরে তাঁর স্ত্রী সৈয়দা সেলিনা সরওয়ার শেলী, দুই বোন ও এক ভাগিনা রয়েছে। সফর শেষে তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। তিনি সকলের দোয়া চেয়েছেন।