প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রামুর গর্জনিয়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এসময় তারা ফুলদিয়ে প্রিয়নেতাকে শুভেচ্ছা জানান। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের নিরিবিলি অর্কিডস্থ এলাকায় সৌজন্য সাক্ষাত শেষে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় ছাত্রদল নেতা-কর্মীদের নানা পরামর্শ দিয়ে লুৎফুর রহমান কাজল বলেন, ছাত্রদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আর পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি নয়। তোমরাই আগামীর ভবিষ্যত। লক্ষ্য ঠিক থাকলে তোমাদের মধ্য থেকেই একদিন চেয়ারম্যান ও এমপি নির্বাচিত হবে। দৈনিক একটি করে ভালো কাজ করলে তোমাদের সুনাম এলাকায় ছড়িয়ে পড়বে। তাঁর এমন দিকনির্দেশনামূলক পরামর্শে ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন।
বৈঠকে রামু উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রেজাউল করিম টিপু, উপজেলা ছাত্রদলের সহসভাপতি দিদারুল আলম, এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনসারুল হক, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল মালেক, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আজিজুল হক আজিজ, সিনিয়র সহসভাপতি শহীদ উল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।