প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ২৯ অক্টোবর শনিবার কক্সবাজারের ঐহিত্যবাহী স্বেচ্ছাসেবী-সামাজিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন কক্সবাজার সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে আজ সন্ধ্যায় সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সহ-সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরীর উপস্থাপনায় সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি করিম উল্লাহ কলিম, এডভোকেট আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ড. মোঃ নুরুল আবছার, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম মোঃ রাশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ই.এম. এ হায়দার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক নাঈম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ।
সভা শেষে অধ্যাপক মোঃ ইসলামকে আহবায়ক, কল্লোল দে চৌধুরীকে সদস্য সচিব, আব্দুল মালেক নাঈম, অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব, মোঃ আলমগীর, ই.এম. এ হায়দার, আমিরুল ইসলাম মোঃ রাশেদ ও উত্তম পালকে সদস্য করে ৮ সদস্য বিশিষ্ট সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যসূচীর মধ্যে রয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী, কেক কাটা এবং আলোচনা সভা ইত্যাদি। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ২৯ অক্টোবর বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক হল চত্বরে সোসাইটির সকল সদস্য ও কক্সবাজারের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. মোঃ নুরুল আবছার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।