সোয়েব সাঈদ:
রামু উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ৩ জনই পরিচালক পদের প্রার্থী ছিলেন।
রামু উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম জানিয়েছেন, এ নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত ৩ জন পরিচালক পদের বিপরীতে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে শনিবার ১৫ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উল্লেখিত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পশ্চিম চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল কায়েস এর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়। ফলে অপর তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ের পথে রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম আরো জানিয়েছেন, সমবায় আইন মতে সংগঠনের সদস্য হওয়ার তিন বছর পূর্ণ হলে সংগঠনের নির্বাচনে প্রার্থী হওয়ার বিধান রয়েছে। কিন্তু আল কায়েস সদস্য হওয়ার এখনও তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে তিনি (আল কায়েস) চাইলে বিষয়টি নিয়ে জেলা সময় অফিসে আপিল করতে পারবেন।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে। এরা হলেন, শফিউল আলম/মোকতার আহমদ পরিষদের পক্ষে সভাপতি পদে গর্জনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম, সাধারণ সম্পাদক পদে নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোকতার আহমদ, সহ সভাপতি পদে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুকুমার বড়ুয়া এবং আ,ন,ম আজগর হোছাইন ও আনছার উদ্দিন পরিষদের পক্ষে সভাপতি প্রার্থী মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ন,ম আজগর হোছাইন, সাধারণ সম্পাদক প্রার্থী নোনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনছার উদ্দিন, সহ সভাপতি প্রার্থী উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজিবুর রহমান।
উল্লেখ্য, মনোনয়ন বাতিল নিয়ে আপিল আবেদনের শেষ তারিখ ১৭ ও ১৮ অক্টোবর, আপিল শুনানি নিষ্পত্তির তারিখ ১৯ থেকে ২৩ অক্টোবর, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৪ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ২০১৬ রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শেষে গণনা ও ফলাফল ঘোষনা করা হবে। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্ধিতা হতে পারে বলে মন্তব্য করেছেন ভোটাররা।