রামুতে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ প্রতিপাদ্যে ‘নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে-পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন- সুশাসনের জন্য নাগরিক সুজন রামুর সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু থানার নবাগত ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মহি উদ্দিন।
হাঙ্গার প্রজেক্ট এর ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর আবদুর রউফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক সুজন রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন- গণতন্ত্রের সুফল পেতে হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। অতীতে দেশের প্রতিটি জাতীয় নির্বাচনে সহিংসতার ঘটনায় শত শত মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছিলো আরও অসংখ্য নাগরিক। আগামীতে হানাহানিমুক্ত নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে সরকারের পাশাপাশি ও সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সহ সভাপতি মাস্টার নুরুল আমিন ও নুর হোসেন মেম্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, রামু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুল ইসলাম, হিন্দু মহাজোটের সভাপতি সুজন চক্রবর্তী, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি মৃনাল বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম, বিএনপি নেতা শফিকুর রহমান, আবুল কাশেম ও আহমদ ছৈয়দ ফরমান, রাবেয়া বসরী ও সালমান শাহ আবীর প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারিদের শান্তির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামুর সহ সভাপতি হোসনে আরা বেগম। কর্মশালায় রামুর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।