শান্তি,শৃংখলা, উন্নয়ন ও সম্প্রীতির দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে লামা উপজেলার গজালিয়া ও সরই ইউনিয়নে নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৭ম বারের মতো সংসদ পদে প্রার্থী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
পৃথকভাবে লামা উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে জনসভায় এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান জেলা আ.লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান।
আরও জনসভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ পাশ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রশান্ত বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন ভূইয়া, লামা উপজেলা আ. লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল,সহ সভাপতিদ্বয় প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন কন্টাঃ,সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং, ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ নুরুল আলম।
এছাড়াও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল, সম্পাদক শ্যামলী বিশ্বাস,পৌর সভাপতি উনুই মার্মা, সম্পাদক মরিয়ম বেগম,
দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদদীন, জেলা ছাত্রলীগের সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মানিক,লামা পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক, সম্পাদক বাসু পালিতসহ জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন নেতা-কর্মীরা।
বর্ণিত স্থানে বিকেল থেকে পাড়া মহল্লা, ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম হতে ব্যানার,পোষ্টার ও প্রতীকী নৌকা নিয়ে খন্ড খন্ড মিছিলসহ সন্ধ্যায় লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় ও সরই ইউনিয়ন পরিষদ মাঠে জনসৌতে পরিণত হয়।
প্রসংগত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।