তোমাকে ছাড়া একদিন:
তোমাকে ছাড়া একদিন ও আমি থাকতে পারিনা,
মনে হয় আমি বেঁচে নেই,নেই অস্তিত্বের ঠিকানা।
তোমাকে ছাড়া অর্ধেক দিন ও থাকতে কষ্ট হয়,
এই বুঝি মারা যাবো,সারাক্ষণ সে ভয় আর সংশয়।
তোমাকে ছাড়া একটি ঘন্টাও আমার কাটেনা;
বুকে চিন চিন করে খুব কষ্ট হয়,মন মানেনা।
তুমি আমাকে বুঝোনা,বুঝোনা হৃদয়ের তরঙ্গমালা,
চাঁদেরকণার সাথে ঘনিষ্ঠ কথোপকথন,করি খেলা।
তোমাকে কতোটা ভালোবাসি আজো তুমি বুঝোনি,
শুধু নির্মম পরিহাস আর অশ্রুজল দিয়েছো সজনী।