খালেদ হোসেন টাপু:
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকায় চুরি ডাকাতি, সন্ত্রাসী ও জঙ্গি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাত ৯ টায় পূর্ব মেরংলোয়া মসজিদ সংলগ্ন সমাজ কমিটির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এ পুলিশিং কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। তিনি বলেন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করে সমাজের অব্যাহত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। পুলিশই জনতা, জনতাই পুলিশ। যে কোন অপরাধ নির্মূলে পুলিশ জনগনের পাশে সব সময় থাকবে।
তিনি আরো বলেন, মানুষের জান মালের নিরপত্তায় পুলিশী কার্যক্রম থেমে থাকবে না। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিষাক্ত ছোবল থেকে সমাজকে মুক্ত করতে হবে। সেই সাথে যৌতুকের অভিশাপ, বাল্য বিবাহ, শিশু ও নারী নির্যাতন নির্মুল করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রামু থানার ওসি (তদন্ত) মোঃ কবির উদ্দিন। এলাকার সমাজ কর্মী মোঃ দুদু মিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নুর হোসেন মেম্বার, মাষ্টার এনামুল হক, আবদুল করিম সওদাগর, নবী হোছেন, মোঃ হোছাইন, মাষ্টার মোজাফ্ফর আহমদ, মনির আহমদ, মাষ্টার ছাবের আহমদ, হাফেজ আহমদ, কামাল উদ্দিন মেম্বার প্রমুখ।
এসময় কমিউনিটি পুলিশিং এর প্রতি গ্রুপকে বাঁশি লাঠি ও শর্ট লাইন বিতরণ করা হয়।
ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, কমিউনিটি পুলিশিং কমিটিকে শক্তিশালী করা গেলে, সমাজে সংগঠিত সকল ধরনের অপরাধ কমানো সম্ভব হবে। কমিউনিটি পুলিশিং-পুলিশ ও জনগনের মধ্যে সৌহার্ধেও মেলবন্ধন রচনা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তিনি এধরনের মহতি উদ্যোগের জন্য পুলিশকে ধন্যবাদ জানান।