দিন কয়েক পরেই মাঠে গড়াবে বিপিএল, প্রায় একই সময়ে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। ছেলেদের ক্রিকেটে এমন ব্যস্ততার মধ্যেই মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ নারী দলও। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ জনের দলে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিনকি, জানাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার, আনিশা আক্তার সোবা।
সূত্র : ঢাকা পোস্ট