রক্ত ঝরিয়ে স্বার্থ হাসিল করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কেউ কেউ সমস্যা জিইয়ে রেখে ব্যবসা করতে চায়। আর রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে সমস্যা সমাধান করা। এ কারণে রাজনীতিতে যারা সঙ্গে আছে, তারাই আগামীতে এই সমস্যার সমাধান করতে পারে বলে মনে করেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ প্রফেশনালসের উদ্যোগে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় পাহাড়ি-বাঙালি সমস্যা নিয়েও কথা বলেন তিনি। দুদু বলেন, পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল- সবাই কিন্তু বাংলাদেশি। পাসপোর্টে বাংলাদেশি উল্লেখ আছে, বাঙালি না। আমরা বাংলাদেশি এটা যদি বুকে ধারণ করতে পারি তাহলে নব্বই পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। পার্বত্য অঞ্চলে যে উপজাতিগুলো আছে, তাদের আলাদা আলাদা পরিচয় থাকলেই সমস্যাটা বেশি হবে। আমরা সবাই বাংলাদেশ। তবে যার যার নিজস্ব সংস্কৃতি আছে, ধর্ম আছে। সে সংস্কৃতি ও ধর্ম তারা ধারণ করবে, পালন করবে।
পার্বত্য অঞ্চলে শুধু তারাই থাকবে- এই দৃষ্টিভঙ্গির ফলে সংকট তৈরি করতে পারে উল্লেখ করে দুদু বলেন, ওই ভূখণ্ডে যে উপজাতিগুলো আছে তারা তো ঢাকাতেও আছে। সারাদেশেই আছে। এখানে তো সংকট তৈরি হয়নি। এ কারণে সমতল ভূমির মানুষের পাহাড়ে যাওয়ার ফলে সংকট তৈরি হওয়ার বিষয়টি অনেকটা ভাইয়ে-ভাইয়ে ঝগড়া হওয়ার মতোই।
জাগোনিউজ