হাফিজুল ইসলাম চৌধুরী:
কক্সবাজারের রামুতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “আত্মকর্মী যুব শক্তি, টেকশই উন্নয়নের মূলভিত্তি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস ২০১৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালিটির সমাপ্তি ঘটে।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাজাহান আলি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া যুবকদেরকে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।