নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চর থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা ১৩ টি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১ মার্চ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানার আদেশ দেন।
অন্যদিকে খননযন্ত্রটি মোচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাতামুহুরী নদীর চর থেকে বালু তোলার সময় গত ২৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ১৩ টি ট্রাক ও একটি খননযন্ত্র (স্কেভেটর) জব্দ করা হয়।
গত ১ মার্চ জরিমানা পরিশোধ করে মালিকেরা ট্রাক ছাড়িয়ে নিয়ে গেছেন।