পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে ১৪ টি দোকান পুড়ে গিয়ে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, একটি চায়ের দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এ সময় মো. বাবুল, ফরমান আলী, মো. মোদাচ্ছের, আইয়ুব আলী, মো. কালু ও আবু তাহেরের চায়ের দোকান, পুলিন সুশীল, প্রদীপ সুশীল ও বিমল সুশীলের সেলুন, নুর মোহাম্মদ ও মো. তাহেরের কুলিং কর্ণার, মনির আহমদের দুইটি মুদির দোকান এবং আবুল কালামের মুদির দোকান পুড়ে যায়।
পরে পেকুয়া ফায়ার ব্রিগেড স্টেশনের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকান পুড়ে গিয়ে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আলমগীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ১০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মারুফুর রশিদ খাঁন আমাদের রামুকে বলেন, ‘আগুনে ১৪ টি দোকান পুড়ে গেছে। তাঁদের সহযোগিতা করার চেষ্টা করা হবে।’