রুকেন বড়ুয়া:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেব মাবন পূজ্য অরণ্য বিহারী শশ্মানচারী ও মহা ধুতাঙ্গ সাধক পূজনীয় ড. এফ. দীপঙ্কর মহাথের “ধুতাঙ্গ ভান্তের” ৪৫ তম শুভ জম্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বান্দরবান জেলার কালাঘাটাস্থ গোদার পাড়ের আর্যসত্য গুহায় ধুতাঙ্গ বিমুক্তি বিহারে সকাল ৭ ঘটিকায় জাতীয় ও ধর্মীয় পতাকা এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয়।
গোদার পাড় আর্যসত্য ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রধান দায়ক বাবু প্রসন্ন কান্তির সভাপতিত্বে উক্ত জম্মদিনের অনুষ্টান কেক কাটা হয়।
বেলা ৯ টা ১৫ মিনিটে পঞ্চশীল এবং ১০ ঘটিকায় ধর্ম দেশনা ও আগত অতিথিদের দুপুরে খাওয়ার মাধ্যমে ১ম পর্বের অনুষ্টান সমাপ্তি হয়।
বিকাল ২ ঘটিকার সময় ড. এফ. দীপঙ্কর মহাথের এর একক ধর্ম দেশনার মাধ্যমে ২য় পর্বের অনুষ্টান শুরু হয়। ধুতাঙ্গ ভান্তের জম্মদিন ও একক স্বধর্ম দেশনা শ্রবণ করার জন্য বিভিন্ন এলাকা হতে উপাসক উপাসিকারা সকাল হতে আর্যসত্য গোহায় আগমন করেন।