হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারের গণি মার্কেটের ‘মাদার টেলিকম সেন্টারে’ দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার ১৪ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দোকান মালিক আনিছুল হক আমাদের রামুকে জানান, গভীর রাতে পেছনের দরজা ভেঙে এবং গর্ত খনন করে সংঘবদ্ধ চোরের দল দোকানে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা, ৫০টি মোবাইল সেট, ২০টি ব্যাটারি, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করেছে।
এদিকে সোমবার সকালে বাজার এলাকায় ঘুরাঘুরি করার সময় দোকান চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৩ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মৃত মোজাফ্ফর আহমদের ছেলে মোবারক (২৪), চন্দনাইশ থানার দোয়াছড়ি এলাকার বাসিন্দা নুরুন্নবী (২৬), চট্টগ্রামের বাইন্না পাড়ার বাসিন্দা কৃঞ্চ দাশ (৪০)।
এসবের সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ফারুক আমাদের রামুকে বলেন, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।