আঃ রামু রিপোর্ট:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে রামু উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি ও বেসরকারি স্ব-স্ব ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৮ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, ছাত্র/ছাত্রীদের সমাবেশ, ও ডিসপ্লে এবং ছাত্র/ছাত্রীদের ত্রীড়ানুষ্ঠান, ও পুরষ্কার বিতরণ।
মসজিদে বাদ জোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে জাতীয় শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
বেলা ১.৩০ মিনিটে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানা কর্তৃপক্ষ কর্তৃক হাসপাতালে রোগীদের এবং এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।
দুপুর ২. ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
বিকাল ৩.৩০ মিনিটে রামু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান।
বিকাল ৪ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার একাদশ।
সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন আমাদের রামু ডটকম কে নিশ্চিত করেছেন।