মো: ইউছুপ মজুমদার :
বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ২ নিহত হয়েছে। রবিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় রুমা-আর্থাপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক চালক সম্ভু ও স্থানীয় আনসার ও ভিডিপি কমান্ডার পুহ্লা অং মার্মা। নিহত পুহ্লা অং মার্মা চায়রা গ্রো পাড়ার বাসিন্দা এবং ট্রাক চালক সম্ভুর পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি রুমা থেকে আর্থা পাড়া যাওয়ার পথে পাহাড়ের মুন্নামপাড়া সংলগ্ন ঢালু জায়গায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী আনসার ও ভিডিপি কমান্ডার পুহ্লা অং মার্মা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ট্রাক চালক ট্রাকের ভিতরে আটকা মারা যায়। পরে স্থানীয়রা নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
রুমা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।