রামু প্রতিনিধি:
অত্যন্ত সুরক্ষিত এলাকায় সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ড সভ্য সমাজ কখনও মেনে নিতে পারে না। তনুর হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আজ তনু ধর্ষিত হয়েছে। কাল ধর্ষিত হবে অন্য কেউ।
মঙ্গলবার ২৯ মার্চ রামু উপজেলার চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তারা এ কথা বলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনুকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদ।
এ সময় ‘‘তনু আজ বাংলার দেহ’ ‘তনু হত্যার বিচার চাই’ ‘নিরাপদ জীবন চাই’সহ বিভিন্ন শ্লোগান লিখে প্লেকার্ড প্রদর্শন করা হয়।
ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সিপ্ত বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহমদ, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি তৈয়ব উল্লাহ মাতব্বর, কক্সবাজার আবাসিক হোটেল-শ্রমিকলীগের সভাপতি রুহুল কাদের মানিক, সাবেক জেলা ছাত্র ইউনিয়ন নেতা মনির মোবারক, রামু উদীচীর সাধারণ সম্পাদক তাপস মল্লিক, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি সাংবাদিক অর্পন বড়ুয়া, রামু উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয় বড়ুয়া ও সচেতন নাগরিক দুধু মিয়া প্রমূখ।