স্টাফ রিপোর্টার :
আমাদের রামু ডটকম :
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রামুর গর্জনিয়া ইউনিয়নের দুর্গম ও অবহেলিত এলাকায় অবস্থিত থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে এলাকার শতাধিক মা সমাবেত হন। এসময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার ২৯ মার্চ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ বলেন, শিশুদেরকে মানুষের মত মানুষ করতে হলে মায়েদের সচেতন হতে হবে। সকল মা সচেতন হলেই শিশুদের ভবিষ্যত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে।
তিনি আরও বলেন, এখন গ্রাম পর্যায়েও মাদকের ছড়াছড়ি। মাদকের করাল গ্রাস থেকে শিশুদেরকে রক্ষা করা সম্ভব না হলে তাদের সুন্দর জীবন ধ্বংস হয়ে যাবে। এ ক্ষেত্রে প্রত্যেক মাকে সজাগ থাকতে হবে। পাশাপাশি ছাত্রীদেরকে বাল্য বিবাহ না দেওয়ার জন্য মায়েদের প্রতি জোর আহবান জানান শিক্ষা কর্মকর্তা।
থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.কামাল উদ্দিন।
শিক্ষার গুনগত পরিবর্তন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মায়েদের উদ্দেশ্যে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল জব্বার ও সমাজসেবক নুরুল হাকিম।
অনুষ্ঠানে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিজানুর রহমান, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উল্লাহ, সহকারী শিক্ষক এনামুল হক, থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আলী হোসাইন, মো.ধীমান হোসেন, তাহমিনা আক্তার, কোডেকের রিট প্রকল্পের সিএ আশরাফুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিনাহার বেগম, সালেহা বেগম, আবদুল আলিম লালন, মোহাম্মদ ইউনুছ, নুরুচ্ছাফা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে ২০১৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।