শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে অফিসার ক্লাব গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়। দ্বৈত ফাইনালে অংশগ্রহণ করেন খোকন ইয়াহিয়া জুটি বনাম রেজা পাবেল জুটি। উক্ত ফাইনালে পাবেল রেজা জুটি জয়লাভ করেন।
একক ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পাবেল বনাম শাহ রেজা। পাবেলকে হারিয়ে শাহ রেজা এককে চ্যাম্পিয়ন হন। রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোটবাজারস্থ ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ম্যানেজার হাসান মাহমুদ ইকবাল, কর্মকর্তা শহিদ উদ্দিন, টুর্ণামেন্ট সমন্বয় ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, উখিয়া বিআরডিবি কর্মকর্তা মোস্তাফা কামাল, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, খয়রাতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, সহকারী তহসীলদার সেলিম উদ্দিন, জাহেদ হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আবদুল করিম, উখিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক বেলাল উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন, পোষ্ট মাষ্টার জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মৌঃ রেজাউল করিম।
প্রধান অতিথি মোঃ মাঈন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি উখিয়ার সকল স্তরের শ্রেণি পেশার মানুষকে বেশি বেশি সহযোগিতা করার আহবান জানান। এর পরে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ ও খেলা পরিচালনাকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।