আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজার জেলার রামু উপজেলার মেরংলোয়া সীমা বিহারের দায়কপ্রবর প্রবোধ বড়ুয়ার বাড়িতে সংঘদান ও অষ্টপরিষ্কার দানসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় মেরংলোয়াস্থ নিজ বাড়িতে উক্ত দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।
বাংলাদেশ সরকার কর্তৃক মহান একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের‘র সভাপতিত্বে অনুষ্ঠিত দানসভায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, সুগত সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, রামু সীমা বিহারের ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত সরণপ্রিয় ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত ধর্মপাল ভিক্ষু এবং ভদন্ত করুণাপ্রিয় ভিক্ষু প্রমূখ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল ২৩ জুন প্রবোধ বড়ুয়ার কন্যা অনামিকা বড়ুয়া রিমুর সাথে শ্রীকুল হাইটুপী গ্রামনিবাসী প্রয়াত নলিন্দ্র বড়ুয়ার পুত্র শিতুল বড়ুয়ার শুভ বিবাহ সম্পন্ন করা হবে। মূলত শুভ বিবাহের মঙ্গল কামনায় উক্ত দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে হবু বর শিতুল বড়ুয়ার বাড়িতেও ২৩ জুন সকালে একই উদ্দেশ্যে দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উভয় অনুষ্ঠানে শিতুল-অনামিকা হবু দম্পতির মঙ্গল এবং সকলের আশীর্বাদ কামনা করেছেন তাদের অভিভাবক বৃন্দ।